500 GB Pcloud drive storage নিয়ে নিন একদম ফ্রীতে এক বছরের জন্যে (সময় সীমিত)

Md sabbir rahman sb

Hello Trickbd users! আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা  নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে।

Pcloud অনেকের কাছেই একটা পরিচিত নাম। আবার অনেকে নাও চিনতে পারেন। যারা Pcloud কে চিনেন না তাদের উদ্দশ্যে বলি Pcloud হলো Google drive এর মত একটা cloud storage platform । মানে এইখানে একাউন্ট করলে আপনি গুগল ড্রাইভ এর মত আপনার নিজস্ব ডাটা আপলোড করে রাখতে পারবেন তাদের সার্ভার এ। নিজের সুবিধামত যখন তখন দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।

Pcloud এর  storage ভিত্তিক বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ আছে সেগুলো আপনার পছন্দমত কিনে ব্যাবহার করতে পারবেন।

আজকে আপন্দের দেখবো কিভাবে উপরে দেওয়া 49 USD এর প্রিমিয়াম প্যাকেজটি কিভাবে ফ্রীতে এক্টিভেট করবেন।

এর জন্যে প্রথমে আপনাকে নিচে দেওয়া লিঙ্ক এর ওপর PCLOUD এর SIGN-UP পেজ এ গিয়ে SIGN UP করে নিতে হবে।

Click me

এরপর sign up পেজ এ নিজের ইমেইল এবং passowrd দিয়ে create account এ ক্লিক করবেন। একাউন্ট create হয়ে যাবে এবং আপনার Email এ একটি verfiy link যাবে।

এইবার উপরে দেওয়া ছবির মত verify button এ ক্লিক করে আপনার একাউন্ট টি verify করে নিবেন।

একাউন্ট ভেরিফাই হয়ে গেলে  এই লিংক এ ক্লিক করে PCLOUD এর promo page এ যাবেন।

এইবার ছবির মত করে সেখানে নিচে দেওয়া কোডটি দিবেন এবং submit button এ ক্লিক করবেন।

code: PHOTOMANAGERS

দেখবেন আপনার 500GB STORAGE LIFETIME এর জন্যে চালু হয়ে গেছে।

PROOF!

অফারটি সীমিত সময় এর জন্যে তাই ফুরিয়ে যাওয়ার আগে দ্রুত আপনার একাউন্ট টি এক্টিভেট করে নিন।

Conclusion

তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।

ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।

The post 500 GB Pcloud drive storage নিয়ে নিন একদম ফ্রীতে এক বছরের জন্যে (সময় সীমিত) appeared first on Trickbd.com.


Thanks for reading: 500 GB Pcloud drive storage নিয়ে নিন একদম ফ্রীতে এক বছরের জন্যে (সময় সীমিত), Sorry, my English is bad:)

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.