অপারেটিং সিস্টেম কি? কিভাবে কাজ করে? জনপ্রিয় কয়েকটি অপারেটিং সম্পর্কে জানুন ।

Md sabbir rahman sb

আসসালামুআলাইকুম

হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন । আর ভালো না থাকলে তো , ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই ।
তো যাই হোক, আপনাদের মাঝে একটি পোষ্ট নিয়ে হাজির হলাম । পোষ্টটা কি হতে পারে তা আপনারা অনুমান করে ফেলেছেন টাইটেল দেখেই । হ্যঁ, বন্ধুরা আজকের এই পোষ্টে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করবো ।
প্রথমে আমরা জানবো অপারেটিং সিস্টেম কি? এবং কিভাবে কাজ করে?

উইকিপিডিয়ার মতে, অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কমপিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স সমূহকে ম্যানেজ করে । অর্থাত ,অপারেটিং সিস্টেম কমপিউটার হার্ডওয়্যার এর সাথে কাজ করে । এবং কমপিউটারের যাবতীয় প্রোগ্রাম সমূহকে নিয়ন্তন করে । কমপিউটারের জন্যো বিভিন্ন ধরনের কমপিউটার ভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে ।যেমন, উয়িন্ডোজ, আই ও এস, ম্যাক, লিনাক্স, আ্যাপল ইত্যাদি । কমপিউটার প্রযুক্তিতে সবচেয় বহুল ব্যাবহিত অপারেটিং সিস্টেম হলো উয়িন্ডোজ । নিচে আমরা উয়িন্ডোজ নিয়ে আলোচনা করবো । স্মার্টফোনের জন্য রয়ছে ফেন ভিত্তিক অপারেটিং সিস্টেম । যেমন, আ্যানড্রয়েড ফোনের জন্য অপারেটিং সিস্টেম হলো আ্যানড্রয়েড । আ্যাপল এর জন্যো আই ও এস ।এছাড়া সিম্বিয়ান ফোনের জন্য অপারেটিং সিস্টেম ছিল সিম্বিয়ান ।যা বর্তমান প্রযুক্তিতে একদমি বিরল ।কেনোনা নকিয়া 2011 সালে অফিসিয়ালি সিম্বিয়ান ফোন উতপাদন বন্ধ করে দেয় । তবে 2010 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল সিম্বিয়ান ।
অপারেটিং সিস্টেমের কছু গুরুত্বপূর্ণ কাজ হলো ফাইল ম্যানেজম্যান্ট,মেমোরি ম্যানেজম্যান্ট,প্রসেসর ম্যানেজম্যান্ট, ডিভাইস ম্যানেজম্যান্ট, নেটওয়ার্ক ম্যানেজম্যান্ট, সিকিউরিটি, কন্ট্রোল সিস্টেম ইত্যাদি ।
চলুন জেনে নেই বিশ্বের জনপ্রিয় কয়েকটি অপারেটিং সিস্টেম সম্পর্কে ।

উয়িন্ডোজ অপারেটিং সিস্টেম

উয়িন্ডোজ একটি গ্রাফিকেল অপারেটিং সিস্টেম ।যা মাইক্রোসফ্ট কর্পরেশন ডেভলপ করে থাকে । আমরা সকলেই কমবেশি উয়িন্ডোজ এর সাথে পরিচিত । এটি বিশ্বব্যাপী বহুল ব্যাবহারকৃত অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে অন্যতম একটি । সমগ্র বিশ্বেই এটি খুবি জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম ।
এটি ব্যাবহারকারীদের বিভিন্ন সেবা প্রদান করে থাকে । যেমন ফাইল সংরক্ষণ করা,গেমস খেলা, ভিডিও দেখা, ইন্টারন্ট সংযুক্ত করা ,সফটওয়্যার রান করা ইত্যাদি ।
মাইক্রোসফ্ট উয়িন্ডোজ সর্বপ্রথম ঘোষণা করা হয় 10 নভেম্বর 1983 সালে । উয়িন্ডোজ 1.0 রিলিজ করা হয় 20 নভেম্বর 1985 সালে ।
বর্তমানে উয়িন্ডোজ এর সর্বশেষ ভার্সন হলো “মাইক্রোসফ্ট উয়িন্ডোজ 11″।
মাইক্রোসফ্ট উয়িন্ডোজ রিলিজ হওয়ার পূর্বে মাইক্রোসফ্ট এর ইউজার রা সিঙ্গেল লাইন কমান্ড টাস্ক অপারেটিং সিস্টেম এম এস-ডস ব্যাবহার করতো । মাইক্রোসফ্ট উয়িন্ডোজ সি, সি++ এবং আ্যাসেম্বেলি ল্যাংগুয়েজ দ্বারা ডেভলপ করা হয়েছে ।

লিনাক্স অপারেটিং সিস্টেম

লিনাক্ষ হলো একটি ইউনিক্স অপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নাল ভিত্তিক । কর্নাল অপারেটিং সিস্টেমটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 17 সেপ্টেম্বর 1991 সালে লিনাস টরভালডস এর মাধ্যমে ।সাধারণত লিনাক্স ডেভলপ করা হয়েছিল পারসনাল কমপিউটার এর জন্য যা ইনটেল x86 আর্কিটেকচার ভিত্তিক ছিল ।লিনাক্স বানিজ্যিক ভাবে অথবা বানিজ্যিক ছাড়া উভয় ক্ষেত্রেই ব্যাবহার করা যাবে ।লিনাক্স একটি অপেন সোর্স অপারেটিং সিস্টেম । নভেম্বর 2022 এর হিসাব অনুযায়ি লিনাক্স ডেস্কটপ কমপিউটারে ব্যাবহার করা হয় 2.6% ।অনেক ইমবেডেড সিস্টেম ও লিনাক্সে ইক্সকিউট হয় । লিনাক্স অপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার এর একটি অসাধারণ উদাহারণ । GPL (General Public License) এর শর্ত মেনে যে কেঊ চাইলেই এর সোর্স কোড ব্যাবহার করতে পারে । লিনাক্স কার্নাল GPLv2 এর লাইসেন্সের আওতায় । লিনাক্স অপারেটিং সিস্টেম এর প্রত্যেক ভার্সন এই হার্ডওয়ার রিসোর্স, আ্যাপ্লিকেশন লঞ্চ এবং নিয়ন্তন করা ইত্যাদি ম্যানেজ করে ।এবং কিছু ইউজার ইন্টারফেস প্রদান করে ।

ম্যাক ওএস অপারেটিং সিস্টেম

কমপিউটার ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে ম্যাক উএস একটি । এটিউ বেশ জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম । জনপ্রিয়তার দিক দিয়ে ম্যাক উএস এর অবস্থান মাইক্রোসফ্ট উয়িন্ডোজ এর পরেই । এটি একটি গ্রাফিকেল অপারেটিং সিস্টেম । যা আ্যাপল আই এন সি দ্বারা ডেভলপ এবং বাজারজাত করা হয়ে আসছে । ম্যাক উএস 1984 সালে পরিচিতি লাভ করে । ম্যাক উএস অপারেটিং সিস্টেম শুধুমাত্র আ্যাপল কমপিউটার এর জন্যো ডিজাইন করা হয়েছে ।তাই এটা শুধুমাত্র আ্যাপল কমপিউটারেই চলবে । আপনি উয়িন্ডোজ এ ম্যাক উএস চালাতে পারবেন না । এটা ইনটেল x86 আর্কিটেকচার সাপোর্ট করে না ।ম্যাক উএস সি, সি++, অবজেক্টিভ সি, সুইফট এবং আ্যাসেম্বেলি ভাষা দ্বারা ডেভলপ করা হয়েছে ।

আই ও এস অপারেটিং সিস্টেম

আই ও এস হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম । যা আ্যাপল কম্পানি ডেভলপ এবং নিয়ন্তন করে থাকে । এই অপারেটিং সিস্টেমটি 2007 সালে প্রাথমিক ভাবে মুক্তি লাভ করে ।এই অপারেটিং সিস্টেম টি আই ফোনের জন্য তঔরি করা হয় । শুরুতে আই ফোনের জন্য তঔরি করা হলেউ পরবর্তীতে অনেক ডিভাইসে এটি ব্যাবহার করা হয় । আ্যাপল এর বেশিরভাগ যন্তই এ অপারেটিং সিস্টেমে চলে । যেমন আই ফোন, আই প্যাড, আই পড টাচ । আই উ এস বহুল ব্যাবহ্ৃত একটি অপারেটিং সিস্টেম । মোবাইল অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে আ্যানড্রয়েড এর পরেই আই উ এস বিশ্বের জনপ্রিয় অপারেটিং সিস্টেম ।
আই উ এস সি, সি++, অবজেক্টিভ সি, আ্যাসেম্বেলি ভাষা দ্বারা ডেভলপ করা হয়েছে ।

আ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম

আ্যানড্রয়েড একটি মোবাইল ভিত্তিক অপারেটিং সিস্টচ ।এটি আমাদের খুব পরিচিত অপারেটিং সিস্টেমআমরা সবাই কম বেশি এর সাথে পরিচিত । আ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম মডিফাইড লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে বানানো হয়েছে ।
এই অপারেটিং সিস্টেম টি গুগল ডেভলপ করে থাকে । 2005 সালে গুগল প্রাথমিক ডেভলপারদের কাছ থেকে আ্যানড্রয়েড কিনে নেয় ।
আ্যানড্রয়েড এর সর্বশেষ ভার্সন আ্যানড্রয়েড 13।
আ্যানড্রয়েড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম । 2007 সালে সর্বপ্রথম আ্যানড্রয়েড প্রকাশিত হয় । সেপ্টেম্বর 2008 সালে প্রথম আ্যানড্রয়েড ডিভাইস রিলিজ হয় ।
গুগলের সব ধরনের সার্ভিস এতে সাপোর্ট করবে । আ্যানড্রয়েড ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যাবহার করে । আই উ এস ডিফল্ট ব্রাউজার হিসেবে সাফারি ব্রাউজার ব্যাবহার করে । আ্যানড্রয়েড জাভা, কটলিন, সি, সি++ ভাষা দ্বারা ডেভলপ করা হয়েছে ।






The post অপারেটিং সিস্টেম কি? কিভাবে কাজ করে? জনপ্রিয় কয়েকটি অপারেটিং সম্পর্কে জানুন । appeared first on Trickbd.com.


Thanks for reading: অপারেটিং সিস্টেম কি? কিভাবে কাজ করে? জনপ্রিয় কয়েকটি অপারেটিং সম্পর্কে জানুন ।, Sorry, my English is bad:)

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.