Redmi A1+ – বাংলা রিভিউ

Md sabbir rahman sb

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা Redmi এর A সিরিজের একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো Redmi A1+  ।  Redmi এর A সিরিজের মোবাইল গুলো একটু কম দামের হয়ে থাকে । আমরা Redmi A1+ এর স্পেসিফিকেশন দেখে আসি – 

  • প্রসেসর – Mediatek Helio A22 (12 nm)
  • ডিসপ্লে – IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • র‌্যাম – ২ / ৩ জিবি
  • রম- ৩২ জিবি
  • প্রাইমারী ক্যামেরা – ৮ + ০.০৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা – ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি – ৫০০০  এম্পিয়ার (১০ ওয়াট চার্জিং )

ডিসপ্লে-

এই মোবাইলটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি সাইজের IPS LCD ডিসপ্লে। যার মধ্যে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। পিক ব্রাইটনেস কম থাকার কারণে সরাসরি সূর্যের আলোর নিচে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে থাকে । মোবাইল টির ডিসপ্লেতে কোন করনিং গরিলা গ্লাস এর প্রোটেকশন নেই।  

ক্যামেরা-

এই মোবাইলের পিছনে  ২ টি ক্যামেরা রয়েছে । ৮ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর একটি সেকেন্ডারি ক্যামেরা । মেইন ক্যামেরা দিয়ে সহজে ফোকাস করে ছবি তোলা যায়। দিনের আলোতে ভালো ছবি দিতে পারে। দাম অনুযায়ী ঠিক ছিলো । পোট্রেট মোড দাম অনুযায়ী ঠিক আছে । ১০৮০ পি / ৩০  এফপিএস এ ভিডিও করা যায় । 

৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে । সব সময় ভালো কালার দিতে পারে না। দিনের আলোতে সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি পাওয়া যায় । পোট্রেট মোড ও ঠিক আছে । তাছাড়া Gcam এর মতো অন্য ক্যামেরা ব্যবহার করা যায় না । 

ব্যাটারি-

মোবাইলটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে । সাথে ১০ ওয়াট এর চার্জার দেওয়া হয়েছে । ৩ ঘন্টা ১০ মিনিটের মধ্যে মোবাইলটি সম্পূর্ণ চার্জ হয়ে যায় । বেসিক ইউজ করলে ১ দিন এর বেশি ব্যাকআপ পাওয়া যায় । আর রাফ ইউজে ৫ ঘণ্টা ৩০ মিনিট স্ক্রীন অন টাইম পাওয়া যায় । 

পারফরম্যান্স-

মোবাইল টিতে Mediatek Helio A22 (12 nm) প্রসেসর হিসেবে রয়েছে ।  আর জিপিইউ হিসাবে রয়েছে PowerVR GE8320 । Pubg গেমস একদম কম গ্রাফিক্স এ খেললে কোন রকম খেলা যায়।  এছাড়া Freefire এর মতো গেম গুলো কম গ্রাফিক্স এ খেলা যায় । এই মোবাইল টি আসলে ভারী গেম খেলার জন্য না । অফলাইন গেম ও কম এমবি এর গেম গুলো ভালো ভাবে খেলতে পারবেন । এক কোথায় নরমাল গেম গুলো খেলে ভালো পারফর্মেন্স পাবেন । 

 

এই মোবাইল টি ২০২২ সালের নভেম্বর মাসে বাংলাদেশে লঞ্চ করা হয় । ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এর ভেরিয়েন্ট টি ১২ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । এই মোবাইল টিতে রয়েছে ৪জি সাপোর্ট । মোবাইল টিতে মাইক্রো  ইউ এস বি  চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। টাইপ সি পোর্ট দিলে ভালো হতো । মোবাইল টির ইউ আই নিয়ে কোন সমস্যা নেই । চার্জ ব্যাকআপ ও ভালো আছে । ক্যামেরা দিয়ে শুধু দিনের আলোতে ভালো ছবি পাবেন। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ রয়েছে। আশা করি আপনারা মোবাইলটি সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে গিয়েছেন । যদি অন্য কোন ফোনের রিভিউ দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করতে পারেন। 

The post Redmi A1+ – বাংলা রিভিউ appeared first on Trickbd.com.


Thanks for reading: Redmi A1+ – বাংলা রিভিউ, Sorry, my English is bad:)

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.